পেকুয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত-১৫
আজকের ডেস্কঃ
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের আনার আলী মাতব্বর পাড়া, সিকদার পাড়া ও আহমদ ডিলার চৌমুহনী এলাকায় আজ বুধবার (৩০ এপ্রিল) বিকালে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।
আহতরা হলেন, আব্দুল আজিজ (১১), জাইমা (২), আবরার (৭), সাইদুর রহমান (৮), আলিফা (২৩ মাস), নুরুল আজিম (২৬), আফিফা (৫), কামাল হোছাইন (৬৫), জারিয়া (৯), আরিয়ান (৬), সুমন (১৭), পারভীন (৩৮), রিয়া (১১), শাহিন আলম (১২) ও দিলোয়ারা বেগম (৭০) স্থানীয়রা জানান, আজ বিকালে ২টি কুকুর পেকুয়ার সদর ইউনিয়নে সিকদার পাড়া, মাতব্বর পাড়া এবং সাবেক গুলদী এলাকার অন্তত ২০-২৫ জন ব্যক্তিকে আহত করে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে ডাঃ মুজিবুর রহমান বলেন; আজ বিকাল ৩টা থেকে কুকুরের কামড়ে পৃথক পৃথক করে আহত রোগীরা আসতে থাকে। সর্বশেষ ১৫ জন আহত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, এর মধ্যে অবস্থা আশঙ্কা জনক হওয়া প্রথমে ৪ জনকে এবং পর্যায়ক্রমে আরো ১০ জনকে চট্টগ্রাম সংক্রামক ব্যাধী হাসপাতালে রেফার করা হয়।