ছাব্বিশের নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন : আব্দুল্লাহ আল ফারুক
সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন,
ছাব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী সময়েও একটি চক্র অব্যাহতভাবে দুর্নীতি, লুটপাট ও দখলবাজি করে যাচ্ছে । আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বলে মন্তব্য করেন । সোমবার (২৩ জুন) বিকাল ৩টায় চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর ,ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি আব্দু রহিম নূরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সায়েদ । আরো উপস্থিত ছিলেন, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর,লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার। ডুলহাজারা সভাপতি শহীদুল ইসলাম, মালুমঘাট সাংগঠনিক ইউনিয়নের সভাপতি জমির উদ্দিনসহ কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।






