শহীদ দিবস উপলক্ষে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, খতমে কোরআন ও আলোচনার সভার আয়োজন করে পেকুয়া উপজেলা শিবির নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
১৬ ই জুলাই (জুলাই শহিদ দিবস) শহিদ ওয়াসিম আকরাম ভাইয়ের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পেকুয়া উপজেলা।
১৬ জুলাই ২৫, রোজ বুধবার, বাদে ফজরের পর শহীদ ওয়াসিম আকরামের নিজ এলাকায় দক্ষিণ মেহেরনামাস্থ মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পেকুয়া উপজেলার সভাপতি শাহাদাত মোস্তফা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল মামুনের সঞ্চালনায় জুলাই আন্দোলনের অন্যতম শহীদ পেকুয়ার কৃতি সন্তান ও ছাত্র দলের একনিষ্ঠ কর্মী শহীদ ওয়াসিম আকরামের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া সদর ইউনিয়নের আমির মাওলানা রুহুল আমিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা শিবিরের সভাপতি শাহাদাত মোস্তফা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে
পেকুয়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল মামুন, অফিস সম্পাদক সুলতান মোহাম্মদ রেজাউল করিম, পেকুয়া সদর ইউনিয়ন সভাপতি ছানা উল্লাহ, পেকুয়া শহিদ জিয়াউর রহমান কলেজের সভাপতি আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা শাহাদাত মোস্তফা বলেন, ১৬ ই জুলাই শহীদ ওয়াসি আকরাম ভাই সবাই ষোল শহরে আসুন বলে যেভাবে ঈমান ও সাহসীকতার পরিচয় দিয়েছেন তা ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি চট্টগ্রামের আন্দোলনকে জাগিয়ে তোলে নিজেই শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর কাছে চলে যান। তিনি যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নিজেকে প্রমান করেছেন আমাদের আগামীতে কোন স্বৈরাচার এই বাংলাদেশে আবির্ভাব হলে আবারও আমরা শহীদ ওয়াসিম আকরাম ভাইয়ের মতো জীবন দিতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ।





