চকরিয়া পৌরসভা জামায়াতের দাওয়াতি অভিযানে সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
মিশকাতুল হাবিবঃ-
প্রতিবেদক✍️
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার ওয়ার্ডের উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক । বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় পৌরসভা ভাঙ্গারমুখ থেকে দাওয়াতি অভিযান শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার ও চকরিয়া আনোয়ার শপিং সেন্টার মার্কেট গণসংযোগ করে সমাপ্ত হয় । এর পূর্বে বিকাল ৩টায় মজিদিয়া মাদ্রাসা পাড়ার সাংবাদিক আব্দুল হামিদের নিহত স্ত্রী-কন্যার কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালী। ৬নং ওয়ার্ড সভাপতি ডা: জামাল হোছাইনের সভাপতিত্বে গণসংযোগকালে স্থানীয় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।







