পেকুয়ায় শ্রমজীবী মেহনতী মানুষের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাবার বিতরণ।
রাকিবুল ইসলামঃ-
বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২ টায় পেকুয়া চৌমুহনী চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া সদর ইউনিয়নের উদ্যোগে শ্রমজীবী মেহনতী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া সদর ইউনিয়নের সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে সেক্রেটারি আব্বাস উদ্দিনের পরিচালনায় শ্রমজীবি মানুষের মাঝে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
খাবার বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলার সভাপতি দিদারুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা হাসান শরীফ ও সহ-সেক্রেটারি আব্দুল মজিদ আরমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি দিদারুল ইসলাম বলেন; ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবি মানুষের মাঝে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে। মানুষের ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ করতে হবে। সকল শ্রমিকদের নিয়ে ঐক্য তৈরী করে আমাদের আগামী শ্রমবিপ্লব আন্দোলন গড়ে তোলতে হবে।