পেকুয়া বনবিভাগের অভিযানে ৪টি মেশিন জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ_
কক্সাবাজারে পেকুয়ারয় বনবিভাগের বিশেষ অভিযানে বালি তোলার কাজে ব্যবহৃত ৪টি মেশিন জব্দ করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা।
বুধবার (৩০এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ঢালার মুখ চৌকিদার পাড়া ও রমিজ পাড়ায় চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগের সূত্রে জানা যায়, টইটং ইউনিয়নের ডালার মুখ ও রমিজ পাড়া অবৈধভাবে বালি উত্তোলন করার সময় একই এলাকার মৃত কালা বাশির ছেলেজসিম উদ্দিন (৪৫), সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা নবী হোসাইন (৫৬) প্রকাশ নবু মেম্বার চৌকিদার পাড়া এলাকার মৃত রওশন আলীর ছেলে বাদশা বালি উত্তোলন অবস্থায় ৩টি শ্যালুমেশিন জব্দ সোনাইছড়ি ছড়ার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মেশিন সহ মোট ৪টি মেশিন জব্দ করে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। গত দুই মাস থেকে অভিযুক্ত বালি দস্যুরা অবৈধভাবে বালি উত্তলোন করে আসছে।
অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান।