না ফেরার দেশে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী
নিজস্ব প্রতিবেদকঃ
উপমহাদেশের অন্যতম কিংবদন্তি, আরবি সাহিত্যিক, বিশিষ্ট আলেমে-দ্বীন এবং জামেয়া দারুল মা’রিফ আল-ইসলামিয়া-চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (২মে ২০২৫) রাত ১০:১০ মিনিটে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিওন।
আজ (৩মে ২০২৫) বিকাল ৪:০০ জামেয়া দারুল মা’রিফ আল-ইসলামিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আলামা মুহাম্মদ সুলতান যওক নদভীর জানাযা অনুষ্ঠিত হবে।
আল্লামা সুলতান যওক নদভী কক্সবাজার জেলার মহেশখালীতে ১৯৩৯ সালে জন্মগ্রহন করেন। তিনি উপমহাদেশের একজন কিংবদন্তি হিসেবে বড় হাদিস বিশারদ ছিলেন। আল্লামা সুলতান যওক নদভী জীবনের কর্মজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের সুমহান দ্বীনের পালন করে গেছেন। তিনি বাংলাদেশের আলেমদের নেতৃত্ব দিয়েছিলেন সামনে সরাসরি। আল্লামা সুলতান যওক নদভী বিভিন্ন মাদ্রাসা মসজিদ ও সেবামূলক সামাজিক কাজ করে গেছেন।