সর্বশেষ
পেকুয়ায় লবণ চাষী ও শিল্প রক্ষায় জনসমাবেশ
পেকুয়ায় ছুরিকাঘাতে নিহত-১
পেকুয়ায় শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না: চরমোনাই পীর
পেকুয়ায় গাউছিয়া কমিঠির মানব বন্ধন ও সমাবেশ
না ফেরার দেশে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী
পেকুয়া বনবিভাগের অভিযানে ৪টি মেশিন জব্দ
শ্রমিক দিবসকে শুভেচ্ছা জানিয়ে পেকুয়া উপজেলা শ্রমিক দলের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত।
‘জামায়াত ক্ষমতায় এলে নারী শ্রমিকরাও পূর্ণ অধিকার ও মর্যাদা পাবে’ আমিরে জামায়াতঃ- ডাক্তার শফিকুর রহমান।
ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।চকরিয়ায় শ্রমিক সমাবেশে আব্দুল্লাহ আল ফারুক।
পেকুয়ায় শ্রমজীবী মেহনতী মানুষের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাবার বিতরণ
ইসলামি ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত 
চকরিয়া পৌরসভা জামায়াতের দাওয়াতি অভিযানে সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। 
পেকুয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত-১৫
সাবেক ই’স’ক’ন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে আদালত

পেকুয়ায় লবণ চাষী ও শিল্প রক্ষায় জনসমাবেশ

পেকুয়ায় লবণ চাষী ও শিল্প রক্ষায় জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রবিবার (৪ মে) বিকাল ৫:০০ টায় কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে `ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) এবং লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করে।

`ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), পেকুয়ার আহ্বাহক ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরা’র কেন্দ্রীয় নির্বাহী কমিঠির সদস্য সচিব ড. শরীফ জামিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা’র কক্সবাজার জেলা কমিঠির যুগ্ম আহ্বাহক ও সাংবাদিক ফরিদুল আলম শাহীন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, ধরা’র মহেশখালী উপজেলার সভাপতি আব্দুস সালাম কাকলী এবং ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বাহক এস এম জাকের হোসেন।

জনসমাবেশে বক্তারা লবণ চাষী ও শিল্প রক্ষায় ১৫ দফা দাবি উত্থাপন করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা, দালাল সিন্ডিকেটমুক্ত লবণ আমদানি সম্পূর্ণরুপে বন্ধ করা, সোডিয়াম ও সালফেট আমদানি নিষিদ্ধ করা এবং সরকারকে সরাসরি চাষীদের কাছ থেকে লবণ ক্রয় করা।

দেলোয়ার হেছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পেকুয়া লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির যুগ্ম আহ্বাহক এম আজম উদ্দিন, গণমাধ্যম কর্মী হুমায়ুন কবির, রাজাখালীর আব্দুল হালিম, আক্তার আহমদ, রাজাখালীর লবণ চাষী মোহাম্মদ রাশেল, হাবিবুল আলম, নুরুল কায়েশ চৌধুরী এবং স্থানীয় লবণ ব্যবসায়ী ছরওয়ার আলম। সমাবেশে বক্তারা স্থানীয় লবণ চাষীদের দীর্ঘদিনের সমস্যা ও তাদের ন্যায্য অধিকারের কথা তুলে ধরেন এবং লবণ শিল্পকে বাঁচাতে সরকারের জরুরী পদক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ