ইসলামী জোট আবশ্যক, জোটের বাইরে যারা থাকবে তারাই মোনাফেক:-মুফতি হাবিবুর রহমান মিজবাহ
Diganta Today:-
ইসলামী অনুশাসন ব্যতিত কোনো পরিবর্তনে ফ্যা সি বা দী আচরণ নির্মুল হবে না। ইসলামপন্থী সব দল-মত ঐক্যবদ্ধ হতেই হবে। স্বতন্ত্র জোট হতে হবে তাদের। অধিকার আদায়ে একটা মহাসমাবেশের মাধ্যমে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটুক। এই জোটের কোনো কমিটি থাকবে না। সব দলের প্রধানরা ক্রমান্বয়ে মুখপাত্রের ভূমিকা পালন করবেন। মাসিক মিটিংয়ে প্রত্যেক দলের সভাপতি সেক্রোটারী থাকবে। একেক মিটিংয়ে একেকজন আমীরে ফয়সাল হবেন। জোটে দলপ্রধান সবার চেয়ার সম-মর্যাদার হতে হবে। এই জোট রাজনীতি-সহ ইসলামিক সব বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দীনপ্রিয় গণমানুষ জানপ্রাণ উজাড় করে সেই সিদ্ধান্ত মানবে বলে বিশ্বাস করি। এই জোটের বাইরে যারা থাকবে তারা ইসলামপন্থী মুনাফিক বলে বিবেচিত হবে।
কাদিয়ানী শিয়া হিযবুত তাহরীর-সহ কুফরী মতবাদ ব্যতিত, কওমী, আলিয়া, আহলে হাদীস, সুন্নী, জামায়তে ইসলামী-সহ সব ইসলামপন্থী এই জোটে আসতে হবে। অবশ্য এমপি-মন্ত্রী বা চেয়ারের লালসা ছাড়তে পারলে তবেই স্বপ্নটা বাস্তবায়ন হতে পারে। অন্যথায় হাজারো ফয়জুল করীমরা অন্যায় বিচারের শিকার হতেই থাকবেন।





