“ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও সমাজের প্রচলিত অপরাধ থেকে মুক্ত রেখে সুস্থ সবল ও প্রাণবন্ত রাখার অন্যতম উপায় হচ্ছে ক্রীড়া – আব্দুল্লাহ আল ফারুক
Diganta Today
চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেছেন,
“ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও সমাজের প্রচলিত অপরাধ থেকে মুক্ত রেখে সুস্থ সবল ও প্রাণবন্ত রাখার অন্যতম উপায় হচ্ছে ক্রীড়া। ফুটবল এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবের নতুন প্রজন্ম ক্রীড়া বিমুখ হচ্ছে। খেলার মাঠের সংকট সর্বত্র। ফুটবল ও ক্রিকেটের জন্য প্রত্যেক ইউনিয়নে কয়েকটি করে খেলার মাঠ প্রয়োজন। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানান।”
১৮ জুন বিকাল ৫ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলাম নগর ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত “ফুটবল টুর্ণামেন্ট-২৫” এর ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা খেলোয়াড় আনিসুর রহমান জিকু, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ ইব্রাহিম ও রিয়াজ উদ্দীন সাগর।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
রিয়ানুল হক রিয়ান, আব্দুল্লাহ আল মামুর, মোহাম্মদ জুনাইদ, মিজানুর রহমান, মুহাম্মদ রুবেল, মহসিন উদ্দিন মিটু, ফারহান উদ্দীন রিয়াদ, এহেছানুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোবারক হোছেন জিহান, শামশুল আলম সাঈদী প্রমুখ।
কৈয়ারবিল ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ইউনিয়ন সভাপতি মো: ইলিয়াস সাঈদীর ব্যবস্থাপনায় আয়োজিত টুর্ণামেন্টে এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করে এবং যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক। খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য ছিল সত্যিই প্রশংসনীয়।
এ ধরনের আয়োজন যুব সমাজকে সুস্থ বিনোদন ও শৃঙ্খলাপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।







