জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জাফর আলমকে পৃথক তিনটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে পেকুয়া থানায় আনা হয়েছে। উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এম ফরহাদ হোসাইন মামলার বাদী হয়ে পেকুয়া থানায় দায়ের করা ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আরেফিন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এই মামলা সহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে ৩ জুলাই সকাল ১০ ঘটিকায় পেকুয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের সকল কর্মীদের নিয়ে পেকুয়া বাজার থেকে চৌমুহনী বিএনপি’র উপজেলা অফিস পর্যন্ত মিছিল শেষ হয়ে সমাবেশ শুর হয়। মিছিল পরবর্তী সমাবেশে পেকুয়া সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এম শাহনেওয়াজ আজাদের’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি বাহাদুর শাহ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, আরো বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, পেকুয়া উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ ও পেকুয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এম ফরহাদ হোসাইন সহ আরো অনেকেই।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন- সাবেক এই সংসদ সদস্য জাফরের (বাইট্টা জাফরের) তার অপকর্মের জন্য আমরা প্রসাশনের কাছে শাস্তি হিসেবে ফাঁসির দেওয়ার দাবি জানাচ্ছি। সে ক্ষমতার প্রভাব খাটিয়ে দূর্নীতি, সুদ, ঘুস, রাহাজানি, খুন, জমি দখল, অন্যায়ভাবে মানুষকে হয়রানি সহ অনেক অন্যায় অবিচার মূলক কাজ তার নেতৃত্বে সংগঠিত হয়েছে।





