পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক
পেকুয়া প্রতিনিধিঃ-

পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদে আসর পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি ডা. কবির হোছাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি দিদারুল ইসলাম ও সাবেক জেলা সভাপতি আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রশিদ এবং সেক্রেটারি আব্দুল মামুন।
সদর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নুরুল মুরসালিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ রক্সির সার্বিক ব্যবস্থাপনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।




